তরুণ ডিজাইনার আব্রাহাম রাব্বির (Araham Rabby ) সাফল্যের গল্প:

গাজীপুর থেকে আন্তর্জাতিক মঞ্চে পথচলার স্বপ্ন

Araham Rabby


নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:

মাত্র ১৯ বছর বয়সে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন দক্ষ গ্রাফিক ডিজাইনার হিসেবে। গাজীপুর জেলার বাসিন্দা আব্রাহাম রাব্বি (Araham Rabby ) , যাঁর জন্মস্থান নরসিংদী। পরিবারের বড় সন্তান রাব্বি বর্তমানে বসবাস করছেন গাজীপুর সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের মৌজা আধেপাশা এলাকায়। তাঁর পুরো নাম মিদুল হাসান রাব্বি (Midul Hasan Rabby )হলেও সবাই তাকে রাব্বি নামেই চেনে।

রাব্বির ডিজাইন যাত্রা শুরু হয় ২০২১ সালে। তখন ছিল না নিজস্ব কম্পিউটার, ছিল না ডিজাইন শেখার কোনো রিসোর্স। মোবাইল দিয়েই তিনি শুরু করেন তার সৃজনশীলতার প্রকাশ। PixelLab, Picsart, Snapseed, Lightroom-এর মতো মোবাইল অ্যাপ ব্যবহার করে তিনি তৈরি করতে থাকেন পোস্টার, থাম্বনেইল এবং সোশ্যাল মিডিয়া কনটেন্ট

প্রশ্ন করা হলে তিনি জানান, “আমি গ্রাফিক ডিজাইন শেখা শুরু করি ইউটিউব কনটেন্ট বানানোর সময়, যখন পোস্টার বা থাম্বনেইল ডিজাইন করতে পারতাম না। তখন থেকেই আগ্রহ জন্মায়, আর একা একাই শেখা শুরু করি ইউটিউব ভিডিও দেখে।”

গ্রাফিক্স ডিজাইন শেখার সময় তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল কম্পিউটারের অভাব এবং টাইপোগ্রাফি বুঝে উঠতে না পারা।
তিনি বলেন, “শুরুর দিকে ভাবতাম, লেখাগুলো কিভাবে এত সুন্দর করে বানায়? এত টুলস কিভাবে ব্যবহার করতে হয়? এগুলো মাথায় রাখা কঠিন ছিল। কিন্তু আমি চেষ্টা করে গেছি।”

পরবর্তীতে মাত্র ২৫,০০০ টাকায় একটি সেকেন্ড হ্যান্ড কম্পিউটার কিনে নিজের যাত্রা এগিয়ে নিয়ে যান। বর্তমানে তিনি Photoshop এবং Illustrator ব্যবহার করে প্রফেশনাল লেভেলের কাজ করছেন।
তার প্রথম প্রজেক্ট ছিল একজন শিল্পীর ইউটিউব থাম্বনেইল। গল্পটি বেশ ইন্সপায়ারিং। তিনি নিজে থেকে ডিজাইন করে পাঠান, শিল্পী পছন্দ করে তাকে অফিশিয়ালি কাজ দেন। আজও তারা একসাথে কাজ করছেন।

রাব্বির পছন্দের ডিজাইন ধরণ হলো পোস্টার ডিজাইন, বিশেষ করে নাটক ও মুভি পোস্টার। তিনি বলেন, “ক্লায়েন্টের প্রশংসা আর আল্লাহর পক্ষ থেকে নিজের সৃজনশীলতাই আমার অনুপ্রেরণা।”

কাজের ক্ষেত্রে দুটি বড় চ্যালেঞ্জ তিনি চিহ্নিত করেছেন:

ক্লায়েন্ট এক্সপেক্টেশন ম্যানেজমেন্ট: অনেকেই পারফেক্ট ডিজাইন চায়, কিন্তু তাদের আসল প্রয়োজনটা ঠিকভাবে বোঝানো হয় না।

ক্রিয়েটিভ ব্লক: মাঝে মাঝে মনে হয় নতুন কোনো আইডিয়া আসছে না। তখন কাজ করাই কঠিন হয়ে পড়ে।

তিনি এমন ক্লায়েন্টদের সাথে কাজ করতে পছন্দ করেন যারা সৃজনশীল স্বাধীনতা দেয় এবং দ্রুত ফিডব্যাক দেয়।

রাব্বির ডিজাইন প্রজেক্টে সফলতার মাপকাঠি হলো ক্লায়েন্টের সন্তুষ্টি এবং সবার প্রশংসা পাওয়া। ভবিষ্যতে তিনি নিজের ব্র্যান্ড তৈরি করতে চান এবং আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার ইচ্ছা রাখেন। তার স্বপ্ন কোনো বড় মুভির পোস্টার ডিজাইন করা

এই পুরো যাত্রায় তার পাশে ছিলেন তার বাবা-মা এবং একজন বিশেষ প্রিয় মানুষ, যার নাম তিনি এখনও প্রকাশ করেননি, তবে ভবিষ্যতে ঠিক সময়ে জানাবেন বলে জানান।

আব্রাহাম রাব্বি প্রমাণ করে দিয়েছেন—অভাব নয়, ইচ্ছাশক্তিই একজন মানুষকে বড় করে তোলে।

সবশেষে তিনি সবার কাছে দোয়া ও ভালোবাসা চায়।


ENGLISH :

Abraham Rabby: An Inspiring Success Story of a Young Designer’s Journey from Gazipur to the Global Stage

By Staff Correspondent, Gazipur:

At just 19 years old, Abraham Rabby has already established himself as a skilled graphic designer. A resident of Gazipur district, Rabby was born in Narsingdi. The eldest child in his family, he currently lives in Mouja Adhepaasha, Ward 14 of Gazipur City Corporation. His full name is Md Midul Hasan Rabby, but he is widely known simply as "Rabby."

Rabby’s design journey began in 2021. At that time, he didn’t have his own computer or access to learning resources. Instead, he started expressing his creativity using only a mobile phone. With apps like PixelLab, Picsart, Snapseed, and Lightroom, he began designing posters, thumbnails, and social media content.

When asked, he said, “I began learning graphic design while creating YouTube content. I couldn't design posters or thumbnails properly back then, and that’s when my interest grew. I started learning on my own by watching YouTube tutorials.”

One of the biggest challenges he faced while learning was the lack of a computer and struggling to understand typography.
“In the beginning,” he recalled, “I wondered how people made text look so beautiful and used so many tools. It was hard to remember everything, but I kept trying.”

Eventually, he managed to buy a second-hand computer for only 25,000 BDT and took his journey forward. Now, he works professionally using Photoshop and Illustrator.

His first project was a YouTube thumbnail for an artist. The story is truly inspiring. Rabby designed it on his own and sent it to the artist, who liked it and officially offered him work. They still work together to this day.

Rabby’s favorite type of design is poster work, especially for dramas and movies. “The client’s appreciation and the creativity gifted by Allah are my biggest inspirations,” he said.

He identifies two major challenges in his career:

  • Client Expectation Management: Many clients want the perfect design but can’t properly express what they need.

  • Creative Block: At times, he feels stuck without fresh ideas, which makes working difficult.

He prefers working with clients who give him creative freedom and provide quick feedback.

For Rabby, success in a design project means client satisfaction and positive feedback from others. In the future, he dreams of building his own brand and working on an international level. One of his biggest goals is to design a poster for a major film.

Throughout this journey, his parents and a very special person—whose name he hasn’t yet revealed—have stood by his side. He says he will disclose the name at the right time in the future.

Abraham Rabby has proven that it’s not wealth, but willpower that makes a person truly great.

In the end, he asks for everyone’s prayers and continued support.